নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: বুধবার ১৫,অক্টোবর :: গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুকে ঘিরে অসমে চরম অশান্তি ছড়িয়েছে। শনিবার দুপুরে বাকসা জেলা জেলের সামনে অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশের কনভয়ে ক্ষুব্ধ জনতা ভয়াবহ হামলা চালায়।
মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিনজনকে আদালতে পেশের পর ওই দিন বাকসা জেলে স্থানান্তর করা হচ্ছিল।
খবর পেয়ে শতাধিক মানুষ জেল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। অভিযুক্তদের গাড়ি জেলের গেটে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই জনতা পুলিশ কনভয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে জনতা পুলিশের ওপর চড়াও হয়ে গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়।
উত্তেজনা ছড়িয়ে পড়তেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে। অন্তত ৮ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাকসা জেলার পুলিশ সুপার অনিরুদ্ধ শর্মা জানিয়েছেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। যারা আইন নিজের হাতে তুলেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে।”
অন্যদিকে, জুবিনের মৃত্যুকে কেন্দ্র করে জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। ভক্তদের দাবি, এটি ‘স্বাভাবিক মৃত্যু’ নয় এবং সিবিআই তদন্তের দাবিও উঠেছে।