নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে, অমানবিক আদেশের চাপে টানা ৪৮ ঘন্টা কাজ করার ফলে ভিএলই কর্মীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলার অস্থায়ী কর্মচারীদের শোক পালন ও অবস্থান বিক্ষোভ সমাবেশ মানিকচক ব্লক অফিসের মূল ফটকের সামনে।
কয়েকশো কর্মীদের নিয়ে এদিন দীর্ঘক্ষন ধরে ব্লক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। উপস্থিত সকলেই বিক্ষোভের মধ্যে দিয়ে সুর চড়াতে থাকেন।এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায় যুগ্ম সম্পাদক পিনাকী ব্রত সজ্জন পল্টু মিশ্র সুবীর রায় সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বরা।
প্রায় কয়েকশো অস্থায়ীকর্মী দের নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে মালদার মানিকচক সমষ্টি আধিকারিক এর দপ্তরের সামনে।
সংগঠনের মূল দাবি মৃত যদু মন্ডলের পরিবারের একজনের সরকারি চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সাথে প্রশাসনিক আদেশের চাপে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
নেতৃত্বদের তরফে জানান উপযুক্ত উত্তর না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।