নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন এবার এক অনন্য যাত্রায় বেরিয়ে পড়েছেন — পায়ে হেঁটে আজমীর শরীফের খাজা গরীব নওয়াজ রওজা মোবারক শরীফ জিয়ারতের উদ্দেশ্যে।
তিনি জানান, “আমার বাবা আমাকে যে দোয়া দিয়েছেন, আজ তা বাস্তব হতে চলেছে। আল্লাহর ইচ্ছায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এলাকার মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমি আজ এই যাত্রা শুরু করেছি।”বিশেষভাবে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সমাজসেবী সংগঠন ‘এসো কিছু করি’-এর সহ-সম্পাদক ও মানবতার ভাইরাল ফেরিওয়ালা ফেরদৌস আলী-র প্রতি, যিনি সর্বতোভাবে পাশে থেকেছেন।
এছাড়াও, প্রশাসনের দিক থেকে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চীক বাড়াইক সাহেবও তাঁর এই মানবিক ও ধর্মীয় যাত্রায় সহযোগিতা করেছেন। আবুল হোসেন আরও বলেন, “আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একমাত্র আল্লাহর নামে ও আল্লাহর উপর ভরসা রেখে। আমার ভরসা কেবল আল্লাহ। আমি পায়ে হেঁটে খাজা বাবার দরগাহে পৌঁছাব, জিয়ারত করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।”