নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: তৃণমূল বিধায়ক খুনে অভিযুক্তকেই তৃণমূলে যোগদান করালো, তৃণমূল নেতৃত্ব।নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা তথা হাঁসখালি ব্লক বিজেপির প্রতিষ্ঠাতা নির্মল ঘোষ তৃণমূলের রাজ্য নেতৃত্বের হাত ধরে যোগ দিলো তৃনমূলে।
তৃনমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার,বিধায়ক মুকুটমনি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে তৃনমূলের পতাকা তুলে নেয় নির্মলবাবু। নির্মল ঘোষ তৃণমূলে যোগ দেওয়ায় দলীয় অন্দরে উঠছে সমালোচনার ঝড়।
অন্যদিকে বিজেপি কোনঠাসা অবস্থায় পড়বে এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। যাকে নিয়ে তৃণমূলের এত তৎপরতা সেই নির্মল বাবু কিনা কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে অভিযুক্ত।
অতীত ভুলে সেই নির্মল বাবুকে দলে যোগদান করিয়েছে শুধুমাত্র কৃষ্ণগঞ্জ অঞ্চলে তৃণমূল ভালো ফল করার আশায়।
এই নির্মলবাবুর বিরুদ্ধেই উঠেছিল কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ । আর এই অভিযোগ ওঠার কারণে নির্মল বাবু গ্রেফতার হন । ৬ বছর জেল হেফাজতে ছিলেন তিনি।
তৃণমূলের অন্দরে তো বটেই এমনকি রাজনৈতিক মহলের প্রশ্ন দলীয় বিধায়ক খুনে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই কেন দলে নিতে হলো তৃনমূলকে?