নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের গ্রামডিহি হাইস্কুল ও মান্দারবাটি প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিকে ঘিরে অশান্তি ছড়াল।
এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পাড়ার কাজের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেই সময় কোন পাড়ার কাজ আগে করা হবে, তা নিয়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
ক্রমে সেই বচসা উত্তপ্ত তর্কাতর্কিতে পরিণত হয় বলে জানা গেছে। পরিস্থিতি জটিল হতে থাকলে খবর দেওয়া হয় ভাতার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার নিকাশি, রাস্তা মেরামত ও আলোর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিরোধই এদিনের বৈঠকে প্রকাশ্যে ফেটে পড়ে। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে, তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

