নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: বীরভূমের মোঃবাজারে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির গুরুতর অভিযোগ।
অভিযোগ, ওই দুই পুলিশকর্মী দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তুলছিলেন। কারও দোকান খোলা রাখতে হলে, কারও ট্রাক পার্ক করতে হলে, এমন নানা অজুহাতে টাকার দাবি জানানো হত বলে অভিযোগ স্থানীয়দের।
এই ঘটনার কথা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাঁদের দাবি, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে এই ধরনের তোলাবাজি প্রশাসনের প্রতি আস্থা নষ্ট করছে।
সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ। মোঃবাজার থানার আইসি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
এখন সবার নজর প্রশাসনের দিকে—এই অভিযোগের সত্যতা কতটা, আর অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার বিষয়।