নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিদ্যাধরী নদী পাড়ে অবস্থিত একটি অনুষ্ঠান গৃহে ধুমধাম করে পালন করা হয় সম্প্রীতির বিজয়া সম্মেলন
উক্ত সম্মেলনে পুজো সমন্বয়ে কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি সম্পাদক প্রবীর ভট্টাচার্য।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী সহকারি সভাপতি আব্দুল খালেক মোল্লা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।
বিদ্যাধরি নদীর তীরে একদিকে যেমন রয়েছে সৈয়দ পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ অন্য দিকে রয়েছে দুর্গা মন্দির আর এই হাড়োয়া বরাবরই সম্প্রীতির স্থান বলে পরিচিত আর সেই সম্প্রীতির হারোয়ায় সম্প্রীতি এবং ভাতৃত্ববোধ আরো সুদৃহ করতে অভিনব উদ্যোগ নিয়েছেন তারা ।
এলাকার সর্ব ধর্মের মানুষকে সম্মান জানানো হয় এছাড়াও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে গিয়েও সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকেও সম্মান জানানো হয় পাশাপাশি এলাকার প্রায় ১৫২ টি দুর্গা উৎসব কমিটিকে বিশেষ স্মারক সম্মান দেওয়া হয় হাড়োয়া থানা পুজোর সমন্বয়ে কমিটির পক্ষ থেকে |