ধান খেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: ধান খেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার সাত সকালে ডুয়ার্সের নাগরাকাটার খয়েরবাড়ি নিউমার্কেট এলাকায় এই ঘটনা । মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ ওঁরাও ।জানা গিয়েছে, বুধবার রাত থেকেই ওই এলাকায় ঢুকে পড়েছিল একটি বুনো হাতি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা । হাতির হানা থেকে ধানজমি রক্ষা করার জন্য পাহারা দিতে রাতে বাড়ি থেকে বার হয়েছিলেন ওই ব্যক্তি । এরপরই এদিন সকালে একটি বাড়ির সামনে দেহ পড়ে থাকতে দেখেন এক মহিলা ।

এরপরই খবর পেয়ে খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দেহ উদ্ধার করেছে | নাগরাকাটা থানার পুলিশ   দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । রেঞ্জ অফিসার সজল কুমার দে জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =