দুদিনে ২৫৮ জন মাওবাদীর আত্মসমর্পণ — নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়পুর(ডেস্ক নিউজ) :: শুক্রবার ১৭,অক্টোবর :: দীর্ঘদিন ধরে ছত্তিশগড় ও ওডিশার সীমান্তবর্তী জঙ্গলাঞ্চলে সক্রিয় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে কেন্দ্র ও রাজ্য যৌথ বাহিনী। সেই অভিযানেই মিলল বড় সাফল্য। গত দুদিনে মোট ২৫৮ জন মাওবাদী অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন একাধিক সিনিয়র কমান্ডার, নারী গেরিলা যোদ্ধা এবং স্থানীয় দালাল বা সরবরাহকারীও। তারা একে-৪৭ রাইফেল, দেশি তৈরি বন্দুক, বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গুলি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আত্মসমর্পণকারীরা মূলত দান্তেওয়াড়া, সুকমা, বিজাপুর ও মালকানগিরি জেলার বাসিন্দা।

ছত্তিশগড় পুলিশের মহাপরিদর্শক জানান, সরকারের ‘পুনরাবাস ও মূলস্রোতে প্রত্যাবর্তন’ প্রকল্পে উদ্বুদ্ধ হয়েই মাওবাদীরা অস্ত্র ফেলে শান্তির পথে আসছেন। তিনি বলেন, “যারা আত্মসমর্পণ করছেন, তাদের সকলকে আইনি সহায়তা ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।”

প্রশাসনের দাবি, এটি চলমান ‘অপারেশন সহযাত্রা’ অভিযানের একটি বড় সাফল্য। এই ঘটনার ফলে অঞ্চলে মাওবাদীদের প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এক আত্মসমর্পণকারী বলেন, “বছরের পর বছর জঙ্গলে লড়াই করে শুধু মৃত্যু আর ভয় দেখেছি। এখন শান্তিতে বাঁচতে চাই।”

রাজনৈতিক মহল মনে করছে, এই ব্যাপক আত্মসমর্পণ ভবিষ্যতে মাওবাদী আন্দোলনের ভিত কাঁপিয়ে দেবে এবং জঙ্গলে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। শেষে প্রশাসনের বক্তব্য, “যারা এখনো আত্মসমর্পণ করেননি, তারা যেন উন্নয়নের মূলস্রোতে ফিরে আসে — সরকার তাদের পাশে আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =