ইছামতি নদীর মৎস্যজীবীদের জালের কাঠালি চিংড়ি মাছ কচুর মুখে ইচর দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয় কালীপুজোর দিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ১৭,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা ইছামতির পারে সংগ্রামপুর কালীবাড়ি প্রায় ৫২৬ বছরের প্রাচীন এই মন্দির।

নিয়ম তিথি মেনে পুজো হয়। ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুর কালী মন্দির যা প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশে এক চালা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো হতো। তারপর প্রতিমা তৈরি হয়, রাজা সংগ্রাম সিংহের নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত।বারো ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারদের বাস ছিল সংগ্রামপুরে প্রায় ৫২৬বছরের এই মন্দিরের আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। ওপার বাংলাদেশ থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে আসেন কালীপুজোর দিন।

মায়ের পূজা আসছে নেতারা সম্মিলিত হন। ভক্তরা জানাচ্ছেন এখানে আসলে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় তাই সেই বিশ্বাসের উপর মন্দিরে প্রতিদিন ভক্তদের ঢল নামে। সেবাইত শিবু চক্রবর্তী বলেন পুরনো নিয়ম তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয় সব ধর্মের মিলনক্ষেত্র এই মন্দির এ মা সবার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =