নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামাবাদ(নিউজ ডেস্ক) :: শুক্রবার ১৭,অক্টোবর :: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত সাত জন পাক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা সদস্য।
হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর উঠেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর দিকে।সেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দারা আদম খেল এলাকায় অবস্থিত একটি সামরিক শিবিরের মূল প্রবেশদ্বারে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গি।
প্রবল বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তেই আগুন ধরে যায় শিবিরের বেশ কিছু অংশে। উদ্ধারকাজে নামে সেনা ও উদ্ধারকর্মীরা। আহতদের স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় নিহত সাত জন সেনা সদস্যের আত্মত্যাগ দেশের জন্য গৌরবের। সন্ত্রাস দমন অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পাকিস্তান সরকারের দাবি, আফগানিস্তান থেকে প্রবেশ করা সন্ত্রাসীরাই দেশের ভেতরে হামলা চালাচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির পুনরুজ্জীবিত তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।
সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এ ঘটনায় দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।