দুর্গাপুরে ব্যারেজ পাহারা দিল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৭,অক্টোবর :: দুর্গাপুরে ব্যারেজ পাহারা দিল বিজেপি। বিজেপির জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বললেন তৃণমূলের কার্যকর্তা ও কর্মীরা নাটক ও ঘেরাও করতে গেছে, ইরিগেশন ডিপার্টমেন্টে।

মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রেখেছিলেন যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে সমস্ত লকেটগুলো ভেঙ্গে দেবেন। তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আমরা আতঙ্কিত আছি। যদি এই ব্যারেজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কি হবে?তাই এই ব্যারেজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব-কর্তব্য হিসাবে ব্রিজ রক্ষার স্বার্থে তাই আমরা দাঁড়িয়ে আছি। যখন কোন প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলায়, এখানে সরকার সেটা রক্ষা করতে পারে না।

কখনো বলে ম্যান মেড কখনো বলে ডিভিসি জল ছেড়ে দিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হল তখন ত্রাণ দিতে পারছে না। ভারতীয় জনতা পার্টির নেতারা যখন ত্রান দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছেন । কি জানি আজকে ওখানে ঘেরাও করতে করতে যদি এখানে চলে আসে যদি বাঁধ ভাঙ্গে। তাই ব্যারেজ রক্ষার স্বার্থে আমরা দাঁড়িয়ে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =