বস্তারে ফের বড় সাফল্য: অমিত শাহের প্রস্তাবে আত্মসমর্পণ ২১০ মাওবাদীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ ( বস্তার ) :: শুক্রবার ১৭,অক্টোবর :: গৃহমন্ত্রী অমিত শাহের শান্তি ও পুনর্বাসনের প্রস্তাবে সাড়া দিয়ে ছত্তীসগঢ়ের বস্তার জেলায় ফের আত্মসমর্পণ করল মোট ২১০ জন মাওবাদী। তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নকশাল নেতা এবং পুরনো অভিযুক্তও রয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

সূত্রের খবর, বস্তারের দান্তেওয়াড়া ও সুকমা এলাকার জঙ্গলে গত কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের উদ্যোগে আত্মসমর্পণ শিবির চালু ছিল।

গৃহমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন— “যারা অস্ত্র নামিয়ে সমাজের মূল স্রোতে ফিরতে চান, তাঁদের পূর্ণ নিরাপত্তা ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।” সেই ঘোষণার পরই একের পর এক মাওবাদী দল আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে।

আজ সকালে আত্মসমর্পণকারীরা নিজেদের হাতে থাকা দেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও প্রচার সামগ্রী পুলিশের হাতে তুলে দেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্তারের আইজিপি সুন্দররাজ পি, জেলা কালেক্টর, এবং স্থানীয় আদিবাসী নেতারাও।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ১৫ জন মাওবাদী দলের কমান্ডার, ৩০ জন সক্রিয় সদস্য, এবং বাকি সদস্যরা বিভিন্ন সহায়ক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। প্রশাসন জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের আওতায় আনা হবে এবং তাঁদের জীবিকা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

গৃহমন্ত্রী অমিত শাহ এদিন এক টুইটে লিখেছেন, “বস্তারে শান্তি ও উন্নয়নের পথে আরও এক বড় পদক্ষেপ। যারা সহিংসতার পথ ছেড়ে সমাজে ফিরছেন, তাঁরা নতুন ভারতের অংশ।”

উল্লেখ্য, গত এক মাসে ছত্তীসগঢ়ে মোট ৪৬৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যা সাম্প্রতিক কালে সবচেয়ে বড় আত্মসমর্পণের ধারা বলে মনে করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বাহিনীর মতে, এই ধারাবাহিক আত্মসমর্পণ কেন্দ্রীয় সরকারের “শান্তি ও উন্নয়ন” নীতির সাফল্যেরই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =