বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৭,অক্টোবর :: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। পুলিশ সূত্রে খবর এলাকার একটি বহুতলে বিকাশ চৌধুরী ওরফে মনু নামে এক ব্যক্তি থাকেন।তিনি আজ রাতে বন্ধু-বান্ধবদের নিয়ে তিনতলা বাড়ির ছাদে খানাপিনার আসর বসিয়েছিলেন।

উপস্থিত ছিলেন তারই বন্ধু রবি প্রসাদ।সেখানেই পুরানো শত্রুতা জেরে বন্ধুদের সঙ্গে তার বচসা শুরু হয়।এরপরই চপার দিয়ে তার বন্ধু রবি প্রসাদকে এলোপাথাড়ি কোপায় বিকাশ চৌধুরী।রবি দৌড়ে পালাতে গেলে সিঁড়িতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ।আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রবি প্রসাদ তার বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে ন মাস আগে পালিয়ে যায়। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে শত্রুতা চরমে ওঠে।রাতের খানাপিনার আসরে রবিকে ডেকে সে ফয়সালা করতে চায়।

তখনই শুরু হয় তুমুল বচসা।এরপরই খানাপিনা চলাকালীন তাকে চপার দিয়ে কোপানো হয়।স্থানীয় বাসিন্দারা দেখেন তিনজন ব্যক্তি দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভুত সম্পর্ক থেকে শত্রুতা জেরে এই খুন।এই ঘটনায় বিকাশ চৌধুরীকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ।ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে বলে দাবী পুলিশের। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eleven =