নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৮,অক্টোবর :: নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের বিজুর এলাকায়। শুক্রবার রাতে স্থানীয় একটি পুকুরে ভেসে ওঠে ওই যুবকের দেহ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেমারির বিজুর পূর্বপাড়ার রায় পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখতে পান এলাকাবাসী। এরপরেই খবর দেওয়া হয় সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী।দেহটি পুকুর থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে মেমারি থানায় পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপঙ্কর মাঝি বয়স ৩৩বছর। তিনি বিজুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীপঙ্করবাবু গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পুকুর থেকে তার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ।