পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার  :: শনিবার ১৮,অক্টোবর :: পূর্ব বর্ধমানের ভাতারের নরজা কামারপাড়া রোডের নীলডাঙ্গা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃতদের নাম সুদীপ দাস বয়স ১৯ বছর, জিৎ মহলি বয়স কুড়ি বছর । তাদের বাড়ি ভাতারের খুড়ুল গ্রামে ।

মৃত দুই বন্ধু সুদীপ দাস ও জিৎ মহলি

স্থানীয় সূত্রে জানা যায় রাতে ভাতারের কামারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নীলডাঙ্গা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে তাদের বাইকটি। স্থানীয় মানুষ ও পুলিশ রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় সেখানেই দুজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =