প্রায় সাড়ে পাঁচ বছরের পুরানো বোমা তৈরির মামলায় এনআইএ’র হাতে গ্রেপ্তার মালদার মানিকচকের এক বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৮,অক্টোবর :: প্রায় সাড়ে পাঁচ বছরের পুরানো বোমা তৈরির মামলায় এনআইএ’র হাতে গ্রেপ্তার মালদার মানিকচকের এক বাসিন্দা। বৃহস্পতিবার মানিকচকের ভূতনির জগন্নাথ টোলার বাসিন্দা সিটুন মণ্ডল ওরফে সিটুকে গ্রেপ্তার করে এনআইএ।তাকে এনআইএ’র স্পেশাল কোর্টে হাজির করা হবে। ২০২০ সালের ৫ জানুয়ারি এলাকার একটি আম বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সিটু সহ তিনজন আহত হয়। পরের দিন তাঁদের গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। সিটু জমিন পেয়ে যায় তিন মাস পরে। এরপরই এনআইএ ঘটনার তদন্ত শুরু করে।

সিটুকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ। পরে এনআইএ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। অবশেষে এদিন তাকে গ্রেপ্তার করে এনআইএ। সিটুর আইনজীবী…. বলেন আগে বাকি দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করেছিল এনআইএ। পরে অবশ্য তাঁরা ছাড়া পেয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =