নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলীগঞ্জ :: শনিবার ১৮,অক্টোবর :: বাড়িতেই টিনের ছোটো দোকান ঘর, দোকান করেই সংসারের খরচ চালান বাইশ বছরের যুবক বিপ্লব বর্মণ।পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার আনুমানিক রাত দশ টার সময় বিপ্লব দোকান করছিলেন ওই সময় হঠাৎ করেই তার ছিঁড়ে কারেন্ট চলে যায়, ওই সময় তার জোড়া লাগাতে গিয়েই শক খান এবং মাটিতে পড়ে যান।
ওর বাবা, ভাই, মা ঘুমিয়ে ছিলেন। তড়িঘড়ি তাঁকে জামালদহ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মেখলীগঞ্জ থানায়, পুলিশ আসে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলীগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 158 ছাট জামালদহে।
ছেলেকে হারিয়ে বাবা মা, ভাই সহ আত্মীয় পরিজন,পাড়াপড়শি শোকে বিহ্বল । ছেলেকে হারিয়ে মা সমানে কেঁদেই যাচ্ছেন, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দেহ আজ ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে আসা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।