নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঢাকা :: শনিবার ১৮,অক্টোবর :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের প্রধান টার্মিনালের একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল থেকে আপাতত সকল আগমন ও প্রস্থানকারী উড়ান স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ঢাকা বিমান বন্দরের কার্গ ভিলেজ এ আগুন – ছবি সৌজন্য ইন্টারনেট
শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে টার্মিনাল-১-এর চেক-ইন কাউন্টার সংলগ্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে নিরাপত্তা চৌকি, ব্যাগেজ কাউন্টার ও যাত্রী বিশ্রামাগারে। আতঙ্কে যাত্রীরা দ্রুত টার্মিনাল থেকে বেরিয়ে আসেন।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, “আগুন লাগার খবর পেয়ে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।”
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ও বিমানবন্দর নিরাপত্তা বাহিনীও (এভসেক) আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। আগুন লাগার সময় টার্মিনালে প্রায় তিন হাজার যাত্রী উপস্থিত ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) কামরুল আহসান বলেন, “অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের সকল ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। বিকল্প হিসেবে কলকাতা ও চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ফ্লাইট সূচি স্থগিত করেছে। বিশেষ করে দুবাই, কুয়ালালামপুর ও লন্ডনগামী যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও কয়েকজন কর্মী ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারিভাবে গঠিত তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ পেয়েছে। প্রাথমিক ধারণা, বিমানবন্দরের পুরনো বৈদ্যুতিক তার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।