নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: রবিবার ১৯,অক্টোবর :: পূর্ব মেদিনীপুরের রামনগর দীঘা রাজ্য সড়কের ফতেপুর নিমতলাতে খাবারের দোকানে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। অভিযুক্তের নাম রাহুল মোহাম্মদ।
উল্লেখ্য, সম্প্রতি দীঘা রাজ্য সড়কের ওপর থাকা একটি খাবারের দোকানে এসে হামলা চালিয়েছিল জনা কয়েক দুষ্কৃতী। অভিযুক্তরা রাত আড়াইটে নাগাদ এসে যখন খাবার চায় তখন দোকানে খাবার ছিলনা। এরপর তারা সেখান থেকে চলে গেলেও ভোরের আলো ফুটতেই সেই সব দুষ্কৃতীরা এসে তান্ডব চালায় দোকানে।
ভাঙচুর করে দোকানে থাকা জিনিসপত্র। তাতে বাধা দিতে গেলে আক্রান্ত হন কয়েকজন। গুরুতর আহত হন দোকানের মালিক। এরপর এই বিষয়ে রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।