নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৯,অক্টোবর :: অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে বিচারের দাবিতে বিজেপির ধরনা মঞ্চে উঠে বিস্ফোরক উস্কানিমূলক মন্তব্য করলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি।
শনিবার সিটি সেন্টারে ধরনা আন্দোলনের শেষ দিনে তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, “আত্মরক্ষার জন্য ব্লেড, ছুরি, ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখো।” পড়ুয়াদের উদ্দেশ্য করে উস্কানিমূলক এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপি নেত্রী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার অশান্তি ছড়ানোর উস্কানি দিচ্ছেন। এভাবেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ওরা।” অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, চন্দনা বাউরি শুধুমাত্র আত্মরক্ষার পরামর্শ দিয়েছেন এতে ভুল কিছু নেই।
উল্লেখ্য, আইকিউ সিটি মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে টানা কয়েকদিন ধরেই দুর্গাপুর সিটি সেন্টারে ধরনা অবস্থান চলছিল। শনিবার ছিল সেই আন্দোলনের শেষ দিন, আর সেই দিনই বিতর্কের কেন্দ্রে বিধায়ক চন্দনা বাউড়ির এই বক্তব্য।