নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: রবিবার ১৯,অক্টোবর :: প্রত্যেক বছর জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ির এই পুজো রীতিমতো নজর করা পূজা মন্ডপ তৈরি করে, এই পুজোর খ্যাতি রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে । চলতি বছরে ৫৫ তম বর্ষে পদার্পণ করল তাদের পুজো।
এবারে তাদের পূজার মন্ডপ মায়াপুরের ইসকনের চন্দ্রদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর পূজা মন্ডপ, রীতিমতো নজর কেড়েছে। এই পুজো মন্ডপের উদ্বোধন সম্পন্ন হয়েছে।এই অসাধারণ পূজা মন্ডপটি উদ্বোধনে কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী ঋত্বিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। কালীপুজোর দিন দুয়েক আগেই এই পুজো মন্ডপের শুভ উদ্বোধন সুসম্পন্ন হয়েছে।
জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পূজা মন্ডপ। রবিবার সন্ধ্যায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে অসাধারণ সুন্দর পুজো মণ্ডপটি।
ধুপগুড়ির এস টি এস সি ক্লাবের পূজা মন্ডপ জনসাধারণের জন্য খুলে দিতেই প্রচুর মানুষের উপচে পড়ে ভিড়। এদিন বিখ্যাত সংগীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের স্মৃতিচারণের মাধ্যমে গোটা পূজা মন্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে, জুবিন গর্গের সেই বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা গাইয়ে শুভ সূচনা করা হয় ক্লাবের পূজার।
একটি বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু পূজা মন্ডপ নয় পাশাপাশি মায়ের মূর্তিও অসাধারণ সুন্দর। ক্লাব কর্তৃপক্ষরা এই বিষয়ে জানিয়েছেন তারা আশা রাখছেন প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর জনসমাগম হবে তাদের পুজো মণ্ডপ দেখতে।