সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: রবিবার ১৯,অক্টোবর :: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তৃণমূল মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের মহিলা কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রবিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় । ওই এলাকার একটি কালীপুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন শুভেন্দু বাবু । সেই সময় দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ বাধা। তৃণমূলের মহিলা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে রাস্তা ঘেরাও করেন।বিরোধী দলনেতাকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন মহিলারা । কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা । তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে এই বিক্ষোভের অভিযোগ। এবিষয়ে শুভেন্দু অধিকারী জানান, এদিনও দলের হয়ে কোনো ভোটের প্রচারে আসেনি। আমি হিন্দু হিসাবে মায়ের দর্শন করতে এসেছি।আমাকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হল ।
গাড়ির সামনে দাঁড়িয়ে আমার গাড়িতে এসে ধাক্কা মারা হল । আমি ধর্ম পালন করতে এসেছি। আমি বিজেপি করতে আসিনি। হিন্দুধর্ম পালন করতে এসেছি। মায়ের দর্শন করতে এসেছি তাতেও বাধা দিচ্ছে । এরা কারা ? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।