নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ২০,অক্টোবর :: আজ কালীপুজো উপলক্ষে বীরভূম জেলার নলহাটির ঐতিহ্যবাহী নলাটেশ্বরী মন্দির সেজে উঠেছে এক মনোমুগ্ধকর সাজে। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে মন্দির প্রাঙ্গণে।
দূরদূরান্ত থেকে মানুষজন আসছেন মা নলাটেশ্বরীর দর্শনে। ঢাকের আওয়াজ, ফুলের সুবাস, প্রদীপের আলো ও মন্ত্রোচ্চারণে ভরে উঠেছে গোটা এলাকা।
জনশ্রুতি অনুযায়ী, এই নলাটেশ্বরী মন্দির ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবী সতি-র “কণ্ঠ” অঙ্গপতিত হয়েছিল। তাই এখানে কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, ভক্তদের কাছে এটি গভীর বিশ্বাস, আধ্যাত্মিকতা ও ভক্তির প্রতীক।
প্রতি বছর কালীপুজোর সময় এই মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মহাতীর্থে, যেখানে ভক্তরা দেবীর আশীর্বাদ কামনায় রত থাকেন।
আজকের দিনটি ঘিরে নলহাটির সর্বত্র উৎসবের আমেজ—আলোকসজ্জা, মেলা, আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত চারপাশ। দেবী নলাটেশ্বরীর আরাধনায় আজ নলহাটি জেগে উঠেছে ভক্তি ও আনন্দে, কালীপুজোর এই মহোৎসবকে কেন্দ্র করে যেন গোটা অঞ্চলই মেতে উঠেছে এক পবিত্র উল্লাসে।

