চাঁদার জুলুমে খোদ কলকাতায় মাথা ফাটলো মৃৎশিল্পীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২০,অক্টোবর :: পুজোর মরসুমের আগমুহূর্তে আবারও চাঁদাবাজির কুৎসিত রূপ প্রকাশ পেল শহরের বুকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কুমোরটুলি সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় এক মৃৎশিল্পীর ওপর হামলা চালায় এলাকার কিছু দুষ্কৃতী। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে ওই শিল্পী এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার রাতে কুমোরটুলির একটি মূর্তি তৈরির কারখানায় কয়েকজন যুবক এসে স্থানীয় ক্লাবের নামে চাঁদা দাবি করে।

শিল্পী বাবলু পাল (৪২) জানান, “তারা ২৫ হাজার টাকা দাবি করে। আমি বলি এখনই দিতে পারব না। তখনই তারা বকাবকি শুরু করে, তারপর হঠাৎ লাঠি নিয়ে মারধর করে।” বাবলুর মাথায় ও কাঁধে আঘাত লাগে, চারপাশে থাকা শ্রমিকরা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের অভিযোগ, “প্রতি বছরই পুজোর সময় এই চাঁদাবাজির জুলুম বাড়ে। কারখানা বন্ধ করে রাখতেও ভয় হয়।” অনেকেই পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, “চাঁদা আদায়ের নামে কেউ আইন নিজের হাতে তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, শিল্পী মহলে প্রবল উদ্বেগ ছড়িয়েছে। এক স্থানীয় মৃৎশিল্পী বলেন, “আমরা সারা বছর খেটে পুজোর সময় সামান্য উপার্জন করি। সেখানে এই চাঁদাবাজির দৌরাত্ম্য আমাদের কাজকর্মে ভয়ের পরিবেশ তৈরি করছে।”

পুজোর আগে এমন ঘটনায় প্রশ্ন উঠছে শহরের আইনশৃঙ্খলা নিয়েও। প্রশাসন আশ্বাস দিয়েছে, কুমোরটুলি ও আশপাশের অঞ্চলে বাড়ানো হবে টহলদারি, যাতে শিল্পীরা নির্বিঘ্নে তাঁদের কাজ সম্পন্ন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =