নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান / হুগলি :: মঙ্গলবার ২১,অক্টোবর :: বর্ধমান রেল স্টেশনের পদপিষ্ট ঘটনায় শেষপর্যন্ত মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার এক রেল যাত্রীর। মৃতের নাম অপর্ণা মণ্ডল, বাড়ি হুগলির চুঁচুড়ার ২ নম্বর হরিসভা এলাকায়।
গত ১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে ঘটে গিয়েছিল ভয়াবহ পদপিষ্টের ঘটনা। ট্রেন ধরার তাড়ায় হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের মধ্যে। একই সময়ে স্টেশনের ৪, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়ে ছিল।ঘোষণায় দেরি হওয়ায় হঠাৎই যাত্রীরা গাদাগাদি ভিড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই ধাক্কাধাক্কি, বিশৃঙ্খলা, আর তাতেই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।
সেই ঘটনায় আহত হয়েছিলেন মোট আটজন যাত্রী। তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত হন অপর্ণা মণ্ডল। তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রায় আটদিন ধরে আইসিইউ-তে জীবন-মৃত্যুর লড়াই চলার পর সোমবার তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন অপর্ণাদেবী। ঠিক সেই সময়েই বর্ধমান স্টেশনের ওই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না অপর্ণা দেবীকে।
পদপিষ্ট ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে স্টেশনের যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সময়মতো ঘোষণা না হওয়াই এই দুর্ঘটনার অন্যতম কারণ।