নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বুধবার ২২,অক্টোবর :: মাথাভাঙ্গা বিধানসভার সুতারপাড়া স্কুল পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিশালাকার রাবণ দহন অনুষ্ঠান। সন্ধ্যা নামতেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় রাবণের প্রতীকী মূর্তি।
সেই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত মানুষ, চারিদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সমাজে অশুভ শক্তির বিনাশ ও শুভের জয়কে স্মরণ করেই এই রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুধু রাবণ দহন নয়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বসেছিল বর্ণাঢ্য মেলা। বিভিন্ন রকমের দোকান, খাবারের স্টল ও বিনোদনের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে সুতারপাড়া এলাকা।