BREAKING NEWS :: রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাট — অল্পের জন্য বড় বিপদ এড়ালেন রাষ্ট্রপ্রধান – তিরুবন্তপুরমে হেলিকপ্টার বিভ্রাট

ব্যুরো নিউজ  :: সংবাদ প্রবাহ :: তিরুবন্তপুরম  :: বুধবার ২২,অক্টোবর :: বুধবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু–কে বহনকারী হেলিকপ্টারে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ ভারতের সরকারি সফরে থাকা রাষ্ট্রপতি সেদিন কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে পৌঁছানোর পথে ছিলেন।

প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, কন্নুর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির হেলিকপ্টারের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপের ফলে হেলিকপ্টারটি কাছাকাছি এক সামরিক ঘাঁটির হেলিপ্যাডে নিরাপদে নামানো হয়। তখন হেলিকপ্টারটি ভূমি থেকে প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় ছিল।

রাষ্ট্রপতি, তাঁর সচিবালয়ের দুই আধিকারিক এবং নিরাপত্তারক্ষী দল — সকলেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে নিশ্চিত করা হয়েছে। হেলিকপ্টারটি সঙ্গে সঙ্গেই টেকনিক্যাল পরিদর্শনের জন্য প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়।

পরে বিকেলে অন্য একটি বিশেষ বিমানে করে রাষ্ট্রপতিকে তিরুবনন্তপুরমে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিনই তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বলে তাঁর খোঁজখবর নেন এবং সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য পাইলট ও বিমানবাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

যান্ত্রিক বিভ্রাটের ঘটনায় সাময়িক উদ্বেগ ছড়ালেও দ্রুত তৎপরতায় বিপদ এড়ানো গেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়। ভবিষ্যতে রাষ্ট্রপতির সফরের সময় নিরাপত্তা ও প্রযুক্তিগত মান আরও জোরদার করার আশ্বাস দিয়েছে বিমানবাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =