মদ্যপ অবস্থায় প্রতিবেশীর সঙ্গে গন্ডগোলকে কেন্দ্র করে খুন , গ্রেফতার দুই ভাই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: বুধবার ২২,অক্টোবর :: কালীপুজোর পরদিন মহেশতলায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। মৃতের নাম বরুণ মণ্ডল। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় রাস্তায় কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ধৃতদের সঙ্গে বরুণের। বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়, তারপরই রক্তারক্তি   কাণ্ড ।

সেই ঘটনার প্রেক্ষিতে বরুণকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল(৪১)। খুনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মহেশতলার গোপালপুর মালিপাড়ায় ওই ঘটনা ঘটেছে। ১৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কালীপুজো হয় । পুজো মণ্ডপের সামনেই ছিলেন চিরঞ্জিত মিত্র, শুভঙ্কর মিত্র, বরুণ মণ্ডল। চিরঞ্জিত ও শুভঙ্কর সম্পর্কে দুই ভাই। বরুণ তাদের বন্ধু।

রাত ১১টা নাগাদ বছর ৪০-এর বরুণের সঙ্গে দুই ভাইয়ের কোনও বিষয় নিয়ে বচসা বাধে বলে অভিযোগ। অভিযোগ, দুই ভাই বরুণকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন। অভিযোগ, বরুণের বুকে একাধিক লাথি মারা হয়। শুধু তাই নয়, বরুণকে লাঠি, ঘুসি মারা হয়।

স্থানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই মারা গিয়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। দুই ভাইকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই মদ্যপ অবস্থায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =