নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি অঞ্চলে লাউদাহ গ্রামে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গেছিল। ওই বোমাটি অজয় নদী তে মাছ ধরার সময় জালে ওঠে। তখন গ্রামে মানুষ দেখে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে।
এরপর সেটি প্রশাসনিক নজরে ছিল যাতে কোন অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। এবার প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এসে ওই বোমাটি ডিসপোজ করেন। এই ডিসপোজ করার সময় বিকট আওয়াজ হয়। চারিদিক অন্ধকারে ঢেকে যায়। গ্রামবাসীরা বলেন আজ থেকে তারা বিপদ মুক্ত হলো।

