নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: ভাইফোঁটার দিনে দেখা না হলে যেন কিছুই সম্পূর্ণ হয় না। তাই প্রতি বছরই ঠিক সময়ে চলে আসেন তিনি— রাজ্য তৃনমূল কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান দেব টুডু।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ব্লাইন্ড একাড্যেমিতে ক্ষুদে অনাথ আবাসিকদের হাতে ভাইফোঁটা নিলেন দেব টুডু।
হাসি-আনন্দে ভরপুর দিনটি যেন একটু বেশিই বিশেষ হয়ে ওঠে এই শিশুদের জন্য। দেব টুডু বলেন, “আমি প্রায় ১৫ বছর যাবত এখানে আসছি। যতই কাজ থাকুক, যেখানেই থাকি না কেন ভাই ফোঁটার দিনে আমি বাচ্চাগুলোর সঙ্গে মিলিত হতে প্রতিবছরই আসি”।
এদের হাতের ছোঁয়া অনুভবের গভীরতায় ভরা। এই মিলনমেলা ছুঁয়ে যায় সকলের মন। মানবিকতার এই সুন্দর উদাহরণ আবারও প্রমাণ করল — সম্পর্ক গড়ে ওঠে না চোখে দেখে, হৃদয়ের অনুভবে।

