নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: ভাই বোনের মেলবন্ধনকে মজবুত করার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে গণ ভাইফোঁটার আয়োজন করেন কাজল শেখ। এদিন বীরভূমের নানুরের খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গনে গণ ভাইফোটার আয়োজন করা হয় নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে।
যেখানে নানুর বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু- মুসলিম ধর্মের মানুষরা অংশ গ্রহন করেন। জেলা সভাধিপতি কাজল শেখ সহ হিন্দু- মুসলিম ধর্মের মানুষদের সাথে নিয়ে বোনদের হাত থেকে ভাইয়েরা ফোটা নেন। পাশাপাশি, বোনদের জন্য উপহার হিসেবে শাড়ি ও চকলেট তুলে দেন। এই উদ্যোগে ফের সম্প্রীতির নজির গড়লেন কাজল শেখ।

