নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৪,অক্টোবর :: লিজ নিয়ে পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন আর তার আগেই পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত হিরণ্য গ্রাম এলাকায়।
গোটা ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা? কি কারণে জলে বিষ দিল তা খতিয়ে দেখা হচ্ছে।। প্রায় ৮ থেকে ১০ টন মাছ এ দিন পুকুরে ভেসে ওঠে। মাথায় হাত ওঠে উদ্যোক্তাদের।
ওসমান আলী মল্লিক নামে এক চাষী ওই এলাকায় মৎস্য শিকারীদের জন্য একটি পুকুরে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন কিন্তু তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা এলাকার মানুষ এক হয়ে ওই মৎস্য চাষীর পাশে রয়েছেন। ইতিমধ্যেই তদন্ত নেমেছে জামালপুর থানার পুলিশ।

