সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ২৪,অক্টোবর :: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও চাঞ্চল্যকর ঘটনা। ঘটকপুকুরে প্রকাশ্য বাজারে এক ফল ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লো গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাজারের মধ্যে নিজের দোকানে ফল বিক্রি করছিলেন প্রবীর মণ্ডল নামে এক ব্যবসায়ী। সেই সময় হঠাৎই এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় এবং মাথায় কোপ মেরে গুরুতর জখম করে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রবীর বাবু।
চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। তবে ঘটকপুকুর চৌমাথা এলাকায় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে ভাঙড় থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সুব্রত নস্কর । ধৃত ব্যক্তি প্রবীর মণ্ডলের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে। দুজনেরই বাড়ি ভাঙড়ের কালিকাপুর এলাকায়।
তবে কী কারণে এমন নৃশংস হামলা ঘটল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের একাংশের মতে, “প্রেমঘটিত কারণ” থাকতে পারে এই আক্রমণের পেছনে।
আহত প্রবীর মণ্ডলকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের তৎপরতায়।

