দুপুর বারোটার সময় টিআই প্যারেডের জন্য ধর্ষিতা চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে নিয়ে আসা হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৪,অক্টোবর :: *আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সহপাঠি সহ ছয়। সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের মুখোমুখি করে দুর্গাপুর মহকুমা-উপ সংশোধনাগারে টিআই প্যারেড করানো হবে।

বিচারকের উপস্থিতিতে এই প্রক্রিয়া চলবে।*দুপুর বারোটার সময় টিআই প্যারেডের জন্য ধর্ষিতা চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে নিয়ে আসা হলো। পৌঁছালেন অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার এবং এই কেসের আই ও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + seventeen =