পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার জামিন খারিজ করল হিসারের আদালত

ডেস্ক নিউজ :: সংবাদ প্রবাহ :: হিসার :: শনিবার ২৫,অক্টোবর :: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা-র জামিনের আবেদন খারিজ করে দিল হরিয়ানার হিসারের একটি স্থানীয় আদালত।

গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আদালত জানায়, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে এবং অভিযুক্তকে মুক্তি দিলে প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যোতি মালহোত্রা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদান–প্রদান করতেন বলে সন্দেহ করা হচ্ছে।তাঁর কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও গোপন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা দাবি করেছেন, তিনি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি গোপন তথ্য বিদেশে পাচার করতেন।

অন্যদিকে, জ্যোতির আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন। তবে সরকারি আইনজীবী জানান, অভিযুক্তের কার্যকলাপ রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য এবং তাঁকে মুক্তি দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

আদালত উভয় পক্ষের যুক্তি শুনে জামিন আবেদন খারিজ করে দেয় এবং নির্দেশ দেয় যে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে।

হরিয়ানা পুলিশের একটি বিশেষ দল বর্তমানে মামলাটির গভীরে তদন্ত চালাচ্ছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =