নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৬,অক্টোবর :: সাড়ে ৪৫০ কোটি টাকার চিটফান্ডে কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন আসানসোলের তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ।
ঝাড়খণ্ডের দিকে পালানোর সময় তাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াইশো গ্রাম সোনার অলংকার। যার বর্তমান মূল্য ৩১ লক্ষ টাকা।
১৯ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রচূড় মোড়ের কাছে আসানসোল উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল নেতার ছেলে তহসিনকে গ্রেফতার করে। সেই সময় সে বাস ধরে ঝাড়খণ্ডের দিকে পালাবার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে তার পিছু নিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে।
ধৃত তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে সে প্রতারণা করেছে। পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তাজিন আহমেদ।
যদিও এই ঘটনার পর সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মেহফুজুল হাসান দাবি করেন, অভিযুক্ত তহসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে দলের কোন যোগাযোগ নেই আগে উনি সংখ্যালঘু সেলে সভাপতি ছিলেন বর্তমানে উনি দলের কোন পদে নেই।
আসানসোল রেল পাড়ার জাহাঙ্গীর মহালয়ার বাসিন্দা তাহসিনের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঞ্চয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ সামনে এসেছে।
সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বেশি সুদসহ টাকা ফেরত দেওয়ার নামে তার বিরুদ্ধে প্রতারণা রয়েছে। প্রথম প্রথম সাধারণ মানুষকে লোভ বাড়াতে মাসে মোটা অংকের সুদের টাকা একাউন্টে দিয়ে দিয়েছিলেন সে।
পরে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। গত বুধবার টাকা ফেরত এর দাবিতে আমানত কারিরা তাহসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়।
এই চিটফান্ডে এক প্রাক্তন বিএসএফ অফিসার প্রথমে তিন লক্ষ টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পেয়ে ফের ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। পুরো টাকায় আত্মসাৎ করে নেয় তহসিন।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই চিটফান্ডের ঘটনায় প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে। এই চক্রে মোট সাতজন জড়িত আছে। প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী প্রতারিত হয়েছেন।
স্থানীয় মহিশিলা কলোনির বটতলা এলাকার বাসিন্দা মৌটুসী দত্ত সোনার গয়না বন্ধক রেখে কুড়ি লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সময় মত সুদ সহ টাকা ফেরত না পেয়ে তিনি টাকা ফেরত চাইতে গেলে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় বলে অভিযোগ।
তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহসিন সহ তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে ।

