পূর্ব বর্ধমান জেলার মেমারির পদ্মপুকুরে দুর্ঘটনা না খুন? রহস্য উদ্ঘাটনে ফরেন্সিক টিম ! মৃতার ভাইয়ের দাবি—চরম শাস্তি হোক দোষীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ২৬,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার, মেমারিতে পদ্মপুকুরে গাড়ি পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় নতুন মোড়। দুর্ঘটনা নাকি খুন—এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে পৌঁছাল রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (RFSL) দুর্গাপুরের তিন সদস্যের একটি দল।

উল্লেখ্য: মেমারি থানার ঘোষ গ্রামে শংকরপুর কানলা রোডের ধারে পদ্মপুকুরে একটি লাল রঙের অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িতে থাকা আসমাতারা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে আশ্চর্যের বিষয়, গাড়ির চালক তথা মৃতার স্বামী শেখ মফিজুল প্রাণে বেঁচে যান।

                                            গাড়িতে থাকা আসমাতারা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়

মৃতার পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরকীয়া সম্পর্কের জেরে পরিকল্পিত খুন। সেই অভিযোগেই শেখ মফিজুলকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ফরেন্সিক টিম প্রথমে আটক করা গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখে, পরে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে। উপস্থিত ছিলেন মেমারির ডিএসপি মিজানুর রহমান, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস এবং তদন্তকারী অফিসার সাবির আলি।

আসমাতারা খাতুনের ভাই মেসবালুল ইসলাম বলেন, “আমার বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক”। পুরো ঘটনার তদন্তে এখন নজর গোটা এলাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =