নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২৭,অক্টোবর :: মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। মৃত তরুণীর নাম সামিলা খাতুন বয়স ২৬বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বহু বছর ধরে একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সামিলার। প্রেমিকের দেওয়া বিয়ের প্রতিশ্রুতিতে আস্থা রেখেই সম্পর্কের প্রতি সবটুকু বিশ্বাস ও ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ সেই প্রতিশ্রুতি ভেঙে দেয় যুবকটি।
হতাশা ও অপমান সহ্য করতে না পেরে প্রেমিকের বাড়িতেই বিষপান করেন সামিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতালে, পরে কান্দি হাসপাতাল হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। দীর্ঘ লড়াই শেষে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হলেও, তরুণীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ ভরতপুর। স্থানীয়দের প্রশ্ন “একজন মেয়ের বিশ্বাস নিয়ে এমন খেলা কেন”? পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ।

