নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৭,অক্টোবর :: বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাতে যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে সহজে পৌঁছতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প।
প্রতিবছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।
শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া।
এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম
বিশাল কাপুর বলেন,” ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০ টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

