নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ২৭,অক্টোবর :: ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার সরাসরি ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ।
শনিবার সন্ধ্যায় ঘটকপুকুরে কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে শওকত দাবি করেন, আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবশেষে এই হামলার ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগে কাইজার জানান, খোদ শওকাত মোল্লার নেতৃত্বে ১৩০ থেকে ১৫০ জনের একটি দল অফিসে হামলা চালিয়েছে।
এর পাশাপাশি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, ছাত্র নেতা সাবিরুল ইসলাম, তৃণমূল নেতা সাদিকুল দপ্তরি সহ কয়েকজনের বিরুদ্ধেও ভাঙড় থানায় মেল মারফৎ অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল এর বিরুদ্ধে পুলিশের কাছে শাসক নেতার অভিযোগ দায়ের করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে জীর্ণ গোটা ভাঙড়।
এদিন কাইজার রিতিমত হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, দল এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙড়ের মানুষকে নিয়ে এবার রাস্তায় নামব।

