নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ২৭,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলু পুকুর মোড় হতে বোয়ালঘাটা সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় বেহাল অবস্থাতে রয়েছে।
স্কুল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা প্রতিদিনই প্রায় দুর্ঘটনা সহ নানান সমস্যার সম্মুখীন হতেন এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ স্থানীয় জন প্রতিনিধিদের উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা বেহাল রাস্তা অবশেষে সংস্কার করা হবে জানা যায়।
প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করা হবে ফলে নিত্যযাত্রী ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা যায় প্রায় এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয় এই পাঁচ কিলোমিটার রাস্তা পুনর নির্মাণ করা হবে ফলে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।
হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ফিতে কেটে রাস্তার শুভ সূচনা করেন।

