প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালাব — হুঁশিয়ারি বিধায়ক নিশীথ মালিকের! তৃণমূল বিধায়ক-কে জেলে ভরার দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৭,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার,বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকা “প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার” দাবিতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান উত্তর বিধায়ক নিশীথ মালিক একাধিক দাবি-উপস্থাপন করেন এবং কঠোর হুঁশিয়ারিও দেন।

নিশীথ মালিক বলেন, “প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব”।

তিনি আরও অভিযোগ করে বলেন, “বিজেপি বাংলাকে কলুষিত করতে চাইছে; এসআই-কে ব্যবহার করে প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে। বাংলাদেশ থেকে আসা মানুষ, মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে — এই বিষয়ে সতর্ক থাকতে হবে”।

বিধায়ক, দলের নেত্রীর উক্তিকে সমর্থন জানিয়ে বলেন, “এস আই-র ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই; তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরা তাও বলছি”। তিনি ২৬-এর ভোটে তৃণমূলকে এগিয়ে রাখার আহ্বান জানান।

মিছিল ও ক্ষোভ-প্রকাশের এসব মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে! নিশিত মালিকের মন্তব্যের কড়া জবাব এসেছে বিজেপির তরফে।বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন,” পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে যার ফলে ২০২১ এ তারা জিতেছে, আর এটা তারা বুঝতে পেরেছে তাই আতঙ্কিত হয়ে তৃণমূল নেতারা যেই ভাবে বিজেপিকে আক্রমণ করছে সেটা খুবই    দুর্ভাগ্যজনক ।

রবিবার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেছেন যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে! ভারতবর্ষের সংবিধান যারা প্রণেতা সেই সাংসদ বিধায়কদের মুখে এই ধরনের কথা কি মানায় ?

আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাইছি। এই কথা যদি কোন বিজেপির নেতা বলতো তাহলে সে জেলে থাকতো,নিশীথ মালিক কে কেন এখনো জেলে ভরা হয়নি”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =