নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনালি সাহা বয়স ৫৩ বছরের এক মহিলা । বাড়ি বর্ধমান সদর থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, ছেলে’র বাইকে চেপে বর্ধমান শহর থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।চোখের পলকেই বিপদ— চলন্ত বাইকের পিছনে বসা অবস্থায় হঠাৎই সোনালি দেবীর ওড়না বাইকের চাকায় জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন রাস্তার পাশে।
স্থানীয়রা ও ছেলে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করার কিছুক্ষন পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া । এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।

