পবিত্র ছট উৎসবে আসানসলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলে অনুপস্থিত। এই নিয়ে কুলটি এবং বরাকর অঞ্চলে শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: পবিত্র ছট উৎসবে আসানসলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলে অনুপস্থিত। এই নিয়ে কুলটি এবং বরাকর অঞ্চলে শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে।

এ বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্রিমিত্রা পাল বলেন ছট পুজো, দুর্গাপূজা এবং কালীপুজোর মতোই এই শিল্পাঞ্চলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু সেই উৎসবে আসানসোলের সাংসদ অনুপস্থিত তাই মানুষ এই পোস্টার লাগিয়েছে।

তিনি বলেন যে শুধু শত্রুঘ্ন সিনহাই নয় টিএমসির আরো এক সাংসদ কীর্তি আজাদও দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তাঁর নিজের লোকসভা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন এবার মানুষকে বিচার করতে হবে যে তাঁরা এই ধরনের সংসদ চান কিনা।

যদিও এ বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় বলেন যে রাজনৈতিকভাবে টিএমসির সাথে না পেরে ভারতীয় জনতা পার্টি এইরকম কাজ করছে তিনি বলেন যে টিএমসি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মন্ত্রী মলয় ঘটকের সাথে সামঞ্জস্য রেখে সাংসদ শত্রুঘ্ন সিনহা ক্রমাগত এই অঞ্চলের জন্য কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =