নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের বিরুদ্ধে বর্ধমান থানা , নির্বাচন কমিশন ও জেলা পুলিশের কাছে মেইল মারফৎ ও লিখিত অভিযোগ জানাল পূর্ব বর্ধমান জেলা বিজেপি।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর তৃণমূলের একটি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিশীথ মালিক বলেন— “প্রকৃত ভোটার বাদ গেলে উত্তর বিধানসভায় বিজেপি কর্মীদের ধরে ধরে জ্বালিয়ে দেবো”।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে মেইল মারফৎ ও বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ এবং নির্বাচন কমিশনের কাছে মেইল মারফৎ অভিযোগ দায়ের করে বিজেপি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন,
“বিগত দুই দিন আগে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক বলেছেন বিজেপি কর্মীদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। একজন জনপ্রতিনিধি হয়েও এমন জঘন্য ও উসকানিমূলক মন্তব্য তিনি কিভাবে করতে পারেন? আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি।” তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে।

