নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: SIR এ ২০০২ সালের ভোটার লিস্টে নাম ভুল থাকায় বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বৃদ্ধের। ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিৎপুর ৭/৫৪ নম্বর বুথ এলাকায়।
ওই বৃদ্ধের নাম খাইরুল শেখ কিন্তু SIR এ ২০০২ ভোটার লিস্টে নাম রয়েছে খইরু শেখ। আর তাতেই নাম বাদ যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।
বাড়ির লোকেরা দ্রুত তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে এবং তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে সেখানেই চিকিৎসা দিন রয়েছে । খবর পেয়ে ছুটে আসে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন যেভাবে বিভ্রান্তি চলে আসে তাতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন ।
তবে পরিবার সূত্রে এবং স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকার ওই ব্যক্তির নাম রয়েছে সেই নামের সাথে বর্তমানের ভোটার কার্ডের নামের কোন মিল নেই। সেই ব্যক্তির একাধিক নামে একাধিক ডকুমেন্টস ইস্যু হয়েছে আর তাতেই বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

