নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবরাজ ঘাটে ছটপুজোর দিন ভাগীরথী জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক। তাদের খুঁজে বার করতে ভাগীরথীর জলে কাটোয়া প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়,
অবশেষে ২যুবকের দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার জানা যায় মাটিয়ারি ঘাট থেকে উদ্ধার হয় দেহ।নাম শিবম সাউ বয়স ২০ বছর ।অপর জনের দেহ নদীয়ার বল্লভপাড়া ঘাটে মিলল সুজন সাউ বয়স ২৩ বছর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
ইতি মধ্যে ঘাট গুলি বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে দু’জনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। জানা গেছে, বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে তারা। হঠাৎ পা পিছলে গভীর জলে তলিয়ে যায় দুই যুবক। মুহূর্তে চারদিক থেকে চিৎকার আর কান্নার রোল ওঠে ঘাট জুড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন ও কাটোয়ার পুলিশ প্রশাসন। দ্রুত ডাকা হয় ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে। পুণ্যার্থীদের আনন্দ আর ভক্তির মাঝেই এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাটোয়ার দেবরাজ ঘাট ও আশপাশের এলাকায়।এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে স্তব্ধ কাটোয়া।

