সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: আগেভাগেই প্রশাসকের তরফ থেকে রুট অনুযায়ী টোটো চলাচল করার ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছিল। পাশাপাশি যে সমস্ত টোটোর নম্বর নেই সেই টোটো গুলি শিলিগুড়ির প্রধান সড়কে চলতে পারবে না এ ব্যাপারে অবগত করা হয়।
তারপরও দেখা যাচ্ছে রুট অনুযায়ী টোটো চলাচল করছে না, মাঝে মাঝে রুট ভেঙ্গে অন্যরুটে চলে যাচ্ছে টোটো। পাশাপাশি বিনা নম্বরে টোটোগুলো প্রধান সড়কে উঠে যাচ্ছে।
সেই কারণেই এদিন এয়ার ভিউ মোড়ে ট্রাফিক পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয়। বেশ কিছু বেরুটে চলাচলকারী টোটোকে আটক করবার পাশাপাশি বেশ কিছু নম্বরহীন টোটো আটক করা হয়।

