নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: হলদিবাড়ি ব্লকের পারমেখলীগঞ্জের পাঠানপাড়া এলাকা থেকে সরজিত বালা(৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে। সে জানায় দীর্ঘ ১৫ মাস ধরে সে ভারতে রয়েছে। এখানে সে চা বাগানের কাজ করতো।
অন্যদিকে স্ত্রী সন্তান সহ হলদিবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বছর ত্রিশের নিলু প্রামানিককে। জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ডিমলা থানার অন্তর্গত দরাজগঞ্জ এলাকায়।গত চার বছর আগে এক ভারতীয়কে বিয়েও করে সে।
চোরাপথে বাংলাদেশে প্রবেশের আগে স্ত্রী সন্তানসহ পুলিশের জালে ধরা পড়ে সে। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার মেখলিগঞ্জ আদালতে তোলা হয়।ধৃত দুই বাংলাদেশিকে চার দিনের পুলিশ রিমান্ডে নেন হলদিবাড়ি থানার পুলিশ। অপরদিকে ভারতীয় মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

